Sher-e-Bangla Agricultural University
Sher-e-Bangla Agricultural University
Debating Society
About
Join SAUDS
Legacy
Programmes
Alumni
মোশন
এই সংসদ সুন্দরবনকে সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম (পর্যটন, সরকারি-বেসরকারি লাভজনক প্রকল্প) থেকে অব্যাহতি দিবে।
এই সংসদ লেখকের সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার উপর নির্ভর করে বই ক্রয় ও পড়াকে নিন্দা জানায় ।
এই সংসদ মন করে, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য-ই প্রধান চ্যালেঞ্জ।
এই সংসদ কিছু কিছু পেশার মানুষের (শিক্ষক, চিকিৎসক ইত্যাদি) নিঃস্বার্থ হতে হবে এরূপ সামাজিক ধারণার জন্য অনুতপ্ত ।
এই সংসদ মনে করে, ঢাকা শহরের উন্নয়ন ভাবনা পুরুষতান্ত্রিক প্রোপাগাণ্ডায় বন্দি।
এই সংসদ জেন্ডারলেস প্যারেন্টিং কে সমর্থন করে।
এই সংসদ মনে করে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ তৃতীয় বিশ্বের দেশসমূহে বেকার সমস্যাকে আরও ঘনীভূত করবে।
বিতর্কের জন্য প্রয়োজনীয় বই
বিতর্কে হাতে খড়ি
SAUDS
facebook
SAU Debating Club
Sher-e-Bangla Agricultural University
Dhaka-1207 Bangladesh