Sher-e-Bangla Agricultural University


ABOUT SAUDS
Who We Are
sau

বিতর্ক নিয়ে এ যাবৎকালে বিরাট আকারের কোনো ইতিহাস রচনা না হলেও আমাদের জীবনের প্রতিটি কথা, ব্যাথা ও কাজের সাথেই জড়িয়ে থাকে বিতর্ক নামের বাক যুদ্ধের হাতিয়ার খানা।

বিতর্ক একটি শিল্প। তাই একজন দক্ষ বিতার্কিক একজন দক্ষ কথা শিল্পীও বটে । আর তাই প্রতিষ্ঠানটির মুক্তচেতনায় প্রাণবন্ত একঝাক শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে ৯ ফেব্রুয়ারি ২০০০ সালে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে "শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(SAUDS)।"



Our Legacy
sau

প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে আসছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি জাতীয় টেলিভিশন বিতর্কেও রয়েছে অভূতপূর্ব অর্জন। ২০১১ সালে ৩য় শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০১৪ সালে DCLE জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, BDF আয়োজিত জাতীয় আইসিটি বিতর্কে ২০১৬ সালে আঞ্চলিক পর্যায়ে রানার্স আপ, ২১ তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন সহ অসংখ্যা অর্জনের সাক্ষী হয়ে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি'র বিতার্কিকবৃন্দ।



Our Community
sau

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বর্তমানে প্রায় অর্ধশতাধিক স্নাতক শিক্ষার্থী সংযুক্ত রয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৭ টি হলে রয়েছে পৃথক পৃথক হল ডিবেটিং ক্লাব। এছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি'র রয়েছে শতাধিক এলামনাই এর অংশগ্রহণ। যারা বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন।




SAUDS

SAU Debating Club
Sher-e-Bangla Agricultural University
Dhaka-1207 Bangladesh