-
সেরা বিতার্কিক-জানুয়ারি' ২০২৪
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাপ্তাহিক ক্লাব ডে সমূহে প্রাপ্ত মার্ক্স ও সাংগঠনিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ ডিসেম্বর-২০২৩ এর সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন মো ওয়াসিউল হাসান।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি । -
ক্লাব ডে-মোশন রিলিজ
মোশনঃ
এই সংসদ সুন্দরবনকে সকল অর্থনৈতিক কার্যক্রম (পর্যটন, সরকারি বেসরকারি লাভজনক প্রকল্প) থেকে অব্যহতি দিবে । -
২য় আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ২য় আন্তঃ অনুষদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফ্যাকাল্টি অব ফিশারিজ একুয়া কালচার এন্ড মেরিন সায়েন্স এর দল ফামস ডেলটা।
-
১ম আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতা ২০২০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ১ম আন্তঃ অনুষদ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফ্যাকাল্টি অব এগ্রিবিজনেস এন্ড ম্যানেজমেন্ট এর দল -
টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-এটিএন বাংলা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এটিএন বাংলা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শেরেবাংলা ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হয়। -
৫ম আন্তর্জাতিক কনফারেন্স ২০২৪ DSoE বাংলা বিতর্ক- চ্যাম্পিয়ন
ঢাকা স্কুল অব ইকোনোমিক্স আয়োজিত ৫ম আন্তর্জাতিক কনফারেন্স ২০২৪ এর বাং বিতর্ক সেগমেন্ট এ চ্যাম্পিয়ন ও সেকেন্ড রানার্স আপ হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর দল SAUDS BIJOY অ SAUDS SHADHINOTA । প্রতিযোগিতায় ডিবেটর অব দ্যা ফাইনাল হন শেকৃবি ডিবেটিং সোসাইটি এর বিতার্কিক মোছা নাহিদা আক্তার ।