Sher-e-Bangla Agricultural University


CONSTITUTION
সংবিধান
sau

প্রস্তাবনাঃ

বি এ আই ডিবেটিং সোসাইটি যাহা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি,বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মুক্ত জ্ঞ্যান চর্চা ও বিকাশে প্রতিষ্ঠিত একটি রাজনৈনিক প্রভাবমুক্ত বিতর্ক সংগঠন।

শিক্ষার্থীদের যুক্তি-বুদ্বি ও মনন নির্ভর করে নানাবিধ বিতর্ক চর্চার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সুনাম অভ্যন্তরীণ,জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম এ সংগঠন পরিচালনা করবে।

ধারা নং-১ (সংগঠনের নাম)-

উক্ত সংগঠনের নাম হবে “বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটি” বা বি এ আই ডিবেটিং সোসাইটি,ইংরেজিতে “Bangladesh Agricultural Institute Debating Society” যা সংক্ষেপে BAIDS নামে পরিচিতি লাভ করবে।

সংশোধনীঃ পরবর্তীতে ৯ জুলাই,২০০১ সপ্তম জাতীয় সংসদে “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০০১” পাশের মাধ্যমে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। এই প্রেক্ষিতে উক্ত সংগঠনের নাম পরিবর্তন করে “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি” বা এস এ ইউ ডিবেটিং সোসাইটি” নামকরণ করা হয়, যা সংক্ষেপে SAUDS নামে পরিচিতি লাভ করবে। সংবিধানের পরবর্তী সকল অনুচ্ছেদে উপরিউক্ত নামটি ব্যবহৃত হবে।

ধারা নং-২(প্রতিষ্ঠা কাল ও কাল)-

৯ ফেব্রুয়ারী,২০০০ ইং তারিখে তৎকালীন বি এ আই কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের কতিপয় সম্মানিত শিক্ষক, বাইকসুর নের্তৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক যৌথ সভার সিদ্বান্ত অনুযায়ী উক্ত সোসাইটি তার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করে ।

ধারা নং-৩(দপ্তর)-

এস এ ইউ প্রশাসনের পূর্বানুমতি সাপেক্ষে পাওয়া ক্যাম্পাসের যে কোন বিল্ডিং/রুমে এ সোসাইটির কার্যক্রম পরিচালিত হবে। ধারা নং-৪(ভিত্তি)-

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে সংগঠন হিসাবে উহা পরিচালিত হবে। তবে প্রয়োজনে এ সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক বা অন্যান্য নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তাদের সাহায্য নিতে পারবেন। এ সোসাইটি অন্য কোন জাতীয়, আন্তর্জাতিক সংগঠন বা ফেডারেশনের অঙ্গ সংগঠন হিসাবে বিবেচিত হতে পারবে।

ধারা নং-৫(উদ্দেশ্য ও লক্ষ্য)-

মুক্ত বুদ্বি চর্চা ও বিকাশের লক্ষ্যে নানাবিধ বিতর্ক কার্যক্রম পরিচালনা করাই এ সোসাইটির মূল উদ্দেশ্য। তবে সহশিক্ষা কার্যক্রম ও মানব সেবা মূলক প্রচেষ্টার অংশ হিসাবে সামর্থ্য থাকা সাপেক্ষ সোসাইটি যে কোন প্রকার কার্যক্রম হাতে নিতে ও তা বাস্তবায়ন করতে পারবে।

ধারা নং-৬(মনোগ্রাম ও মূলনীতি)-



মূলনীতিঃ মুক্তচিন্তায় বিকশিত হব আমরা।

ধারা নং-৭(সংগঠনের আয়ের উৎস/ব্যায়ের খাত)-

৭(১) সদস্য ভর্তি ফি বাবদ প্রাপ্ত টাকা।
৭(২) সদস্যের মাসিক চাঁদা বাবদ প্রাপ্ত টাকা।
৭(৩) আজীবন সদস্যদের নিকট হতে প্রাপ্ত টাকা।
৭(৪)অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক দেয়া অনুদান চাঁদার টাকা।
৭(৫) এস এ ইউ প্রশাসন কর্তৃক প্রদত্ত অনুদান।

ধারা নং-৮(সাধারণ সদস্য পদ লাভ)-

৮(১) সদস্য হতে আগ্রহী ব্যক্তিকে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হতে হবে।
৮(২) প্রার্থীকে অবশ্যই বিতর্কে অনুরাগী হতে হবে।
৮(৩) সোসাইটির কার্যকরী পরিষদের ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে।
৮(৪) সোসাইটি কর্তৃক ভর্তি হতে যোগ্য ছাত্র-ছাত্রীদের ১০/-টাকার বিনিময়ে ভর্তির ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে তা নির্দিষ্ট তারিখের মধ্যে ৩০/- টাকা সদস্য ফি জমা দিয়ে সদস্য পদ লাভ করতে হবে।
৮(৫) সোসাইটিতে ভর্তিকৃত প্রত্যেক ব্যক্তি সাধারণ পরিষদের সদস্য হবেন।
৮(৬) এম এস এর ছাত্র-ছাত্রীগ্ণও প্রয়োজনীয় শর্ত পূরণ হলে অত্র সংগঠনের সদস্য হতে পারবেন। কিন্তু চাকুরীজীবি কোন সদস্য সাধারণ সদস্য হতে পারবেন না।

ধারা নং-৯(সদস্য পদ বাতিল/পুনঃবহাল)-

৯(১) কোন সদস্য সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, স্বার্থ বা সুনামের পরিপন্থি কোন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে কার্যকরী সদস্যের পূর্ব সিদ্বান্তক্রমে তার সদস্যপদ বাতিল/সাময়িকভাবে বাতিল করতে পারবেন।
৯(২)কোন সদস্য ইচ্ছাকৃতভাবে সোসাইটির কর্মকাণ্ডের সাথে রাজনীতিকে জড়িত করতে চাইলে।
৯(৩) সংগঠনের পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন সদস্য পর পর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে তাকে নোটিশ/শোকজ করা হবে। তবে পাঁচটি বা তার অধিক সভায় অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে।
৯(৪) কোন সদস্য পর পর তিন মাস সংগঠনের চাদা পরিশোধ না করলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে।
৯(৫) কেহ তার নিজের অপারগতাহেতু সদস্যপদ প্রত্যাহার করার করে নেওয়ার জন্য আবেদন করলে তা কার্যকরী পরিষদ অনুমোদন দিলে তার সদস্য পদ বাতিল হবে।
৯(৬) অত্র প্রতিষ্ঠানে কোন সদস্যের ছাত্রত্ব শেষ/বাতিল হলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে।

ধারা নং-১০(সম্মানিত সদস্য পদ লাভ)-

১০(১) সম্মানিত সদস্য পদ লাভঃ কোন সম্মানিত বা বিতর্কে অনুরাগী ব্যক্তিকে মডারেটর এবং কার্যকরী পরিষদের সিদ্বান্তক্রমে অত্র সোসাইটির সম্মানিত সদস্যপদ প্রদান করা হবে।
১০(২) আজীবন সদস্য পদ লাভঃ অত্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/অন্য যে কোন ব্যক্তি সর্বনিম্ন ২০০০/- টাকা প্রদান পূর্বক কার্যকরী পরিষদের সিদ্বান্তক্রমে আজীবন সদস্য পদ লাভ করতে পারবেন।

ধারা নং-১১(সংগঠন পরিচালনা পরিষদ)-

উক্ত সোসাইটি পরিচালনার জন্য তিন প্রকারের পরিষদ থাকবেঃ-
ক)উপদেষ্টা পরিষদ
খ) সাধারণ পরিষদ
গ)কার্যকরী পরিষদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা পদাধিকার বলে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন।

ক)উপদেষ্টা পরিষদঃ

(১) পৃষ্ঠপোষকঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পদাধিকার বলে প্রধান পৃষ্ঠপোষক হবেন।
(২) প্রধান উপদেষ্টাঃ প্রধান পৃষ্ঠপোষকের অনুমোদন সাপেক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে প্রধান উপদেষ্টা হবেন।
(৩) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা পদাধিকার বলে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন।
(৪) শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন।
(৫) কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাহিত্য সম্পাদক পদাধিকার বলে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন।
(৬) মডারেটর ও কার্যকরী পরিষদের সিদ্বান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অনুরাগী ৩(তিন) জন শিক্ষক উপদেষ্টা পরিষদের সদস্য হবেন।
(৭)অত্র সোসাইটির নানাবিধ কার্যক্রম পরিচালনায় পরামর্শ ও উপদেশ প্রদান এবং কার্যকরী পরিষদের কাজে অপারগতা হেতু উপদেষ্টা পরিষদ সাহায্য প্রদান করবে।

উপধারা-১ঃ

ক) মডারেটরঃ উক্ত পরিষদের মধ্য হতে একজন সম্মানিত সদস্য সোসাইটির মডারেটরের দায়িত্ব পালন করবেন। তিনি সোসাইটির যাবতীয় কার্যাবলীর সমন্বয় সাধন করবেন।উপদেষ্টা পরিষদের সিদ্বান্তক্রমে মডারেটর পরিবর্তন করা যাবে।
খ)সাধারণ পরিষদঃ উক্ত সোসাইটির প্রতিটি সদস্য সাধারণ পরিষদের সদস্য হিসাবে পরিগণিত হবেন। যারা সংগঠনের যে কোন কাজ/সিদ্বান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
গ)কার্যকরী পরিষদঃ উক্ত সংগঠনের যাবতীয় কার্যাবলী সুচারু রূপে সমাধান করার লক্ষ্যে সোসাইটির সদস্যদের মধ্য হতে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হবে।

যার পদ বিন্যাস হবে নিম্নরূপঃ

১।সভাপতি ১ জন
২।সহ-সভাপতি ২ জন
৩।সাধারণ সম্পাদক ১ জন
৪।যুগ্ম সম্পাদক ১ জন
৫।সাংগঠনিক সম্পাদক ১ জন
৬।অর্থ সম্পাদক ১ জন
৭।সম্পাদক (কর্মশালা ও যোগাযোগ) ১ জন
৮।সম্পাদক (শিক্ষা ও দপ্তর) ১ জন
৯।সম্পাদক (প্রকাশনা ও প্রচার) ১ জন
১০।সম্পাদক(তথ্য ও পাঠাগার) ১ জন
১১।সম্পাদক (সংস্কৃতি ও সমাজকল্যাণ) ১ জন
১২ সদস্য ৩ জন



উপধারা-২

উক্ত কার্যকরী পরিষদের ৭ থেকে ১১ নম্বরে বর্ণিত সম্পাদকদের কার্যক্রমে সাহায্য করার জন্য তাদের প্রত্যকের সাথে ৬ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি থাকবে। সম্পাদকগণ এ কমিটির প্রধান হিসাবে পরিগণিত হবেন। কিন্তু উক্ত উপ-কমিটির সদস্যগণ কোন ক্রমে কার্যকরী কমিটির সদস্য হিসাবে পরিগণিত হবেন না।

চলমান......



SAUDS

SAU Debating Club
Sher-e-Bangla Agricultural University
Dhaka-1207 Bangladesh